Sunday, August 3, 2008

বন্ধুযাচ্ঞা

আজ আগস্ট মাসের প্রথম রোববার। আজ বন্ধু দিবস।

আজ আমি আমার সব বন্ধুকে শুভেচ্ছা জানাব। আমি জানাব যে তাদের পেয়ে আমি কতটা আনন্দিত, কতটা সুখী, কতটা পূর্ণ! আমি আমার এই পঁচিশ বছরের জীবনে অনেক অনেক বন্ধু পেয়েছি... ছোটবেলায়, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, চাকুরি-ক্ষেত্রে... সব সব জায়গায় আমি অনেক অনেক বন্ধু পেয়েছি... কেউ খুব্বি ক্লোজ়, কেউ বা অল্প, কেউ বা বেশি, কারও সাথে মাত্র কয়েক দিনের পরিচয়... কিন্তু সবাই আমার বন্ধু।আমি তাদের কী যে মিস করি বোলে বোঝানো অসম্ভব। আর আমি এও জানি বন্ধুদের সম্পর্কে আমার এ অনুভূতি শুধু আমার একার নয়, সবারি একই অবস্থা... এ অনুভুতি চিরন্তন, সার্বজনীন। আমার বন্ধুদের মধ্যে কেউ বা আজ দেশে, কেউ বা বিদেশে... অনেকের সাথে যোগাযোগ আছে ... কারো কারো সাথে নেই... আজ তাদের সবার স্মরণে এই কবিতা...

[কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চরণে পর্বের সঙ্খ্যা ৪। শেষ পর্ব অপূর্ণ। মাত্রাবিন্যাস ৬+৬+৬+২। এটাকে অনেকে ৬+৬+৮ মাত্রার ত্রিপদী ও বলে থাকেন।]




বন্ধুযাচ্ঞাজাহিদ মাসুদ


ঘুমের অঘোরে স্বপ্নের লোকে একরাতে আছি শুয়ে,
দেখছি আমার পায়ের তলার মাটিসব গেছে সরে।
চারিধারে মোর আঁধারের ঘোর শ্বাপদ ঘুরিছে দূরে,
পায়ের নিচেতে তাকালাম যবে ভয়ে প্রাণ গেল উড়ে।
সেথা গনগন জ্বলিছে আগুন, আমি খাড়া তারি 'পরে।
বাঁচানোর কেউ আছে কি, আমার পদতল গেছে সরে।
ভাবিলাম আমি এইবার বুঝি আর হবে না ক' বাঁচা;
জগতে আমার ঠাঁই নাই, আমি নিচে পড়ে যাব মারা।

এমনি করুণ দশাতে যখন, বাঁচার আশা সে দূর,
কারা কারা এসে হাতে হাত বেঁধে মাটিতে হয়ে উপুড়-
অনেক কষ্টে প্রাণ বাজি রেখে আমারে তুলিল টানি।
মৃতলোক হতে জীবনের লোকে কে ফিরালো নাহি জানি।
উপরে উঠিয়া জ্ঞান ফিরে পেয়ে দেখে হনু বাকহারা!
আমারে ঘেরিয়া আর কেউ নয়, বন্ধুরা মোর খাড়া।
হাত ধরে মোরে তুলে নিয়ে ঘাড়ে চলিল তাহারা সবে।
জগতের আলো ভাবিনি দেখিব ফের ফিরি এই ভবে।
ভাবতেছি আমি যেতে যেতে পথে- ধন্য ভাগ্য মম,
জীবনের পথে চলতে পেয়েছি বন্ধু অকৃত্রিম।
সুসময়ে কাছে অনেক ছিল সে বন্ধুর আনাগোনা।
অসময়ে তারা বাঁচিয়ে আমারে ঋণী করে দিল আমা!

স্বপ্নীল ঘুম ভাঙল হঠাৎ প্রভাত-পাখির রবে;
সম্বিৎ ফিরে চেয়ে দেখি ভোর, রাত কেটে গেছে সবে।
হাত-মুখ ধুয়ে প্রার্থনা সেরে ঈশ্বরপানে যাচি,
"এমন বন্ধু করো মোরে দান, 'বন্ধু দিবস' আজি।"


ধানমন্ডি
৩ আগস্ট ২০০৮
(বন্ধু দিবস)


শুভ হোক বন্ধু দিবস!
জাহিদ

Thursday, July 31, 2008

Un paseo en las nubes

গত ২০ তারিখ, শুক্রবারে একটা মুভি দেখলাম, যদিও অনেক আগের, ১৯৯৫ সালের; A walk in the clouds. অসাধারণ! কাহিনিটা আমার খুব ভাল্লেগেছে। নায়ক - কেয়ানু রীভ্স (Keanu Reeves), নায়িকা - আইতানা সাঞ্চেস-খিখোন (Aitana Sánchez-Gijón)। অসাধারণ এক কাহিনি। চিত্রপট আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালির এক আঙ্গুরবাগান।

পল সাটন (কেয়ানু রীভ্স) আর ভিক্তোরিয়া আরাগোন (আইতানা সাঞ্চেস-খিখোন), আঙ্গুরবাগানে আগুনের বাতাস ছড়ানোর (যাতে আঙ্গুরগুলো তুষারে নষ্ট না হয়) মুহূর্তে...


এই মুভিটাতে একটা গান আছে-হিস্পানি ভাষায়, এটাকে বলে mariachi serenade। এটা গেয়ে ছেলেরা মেয়েদের প্রেমের প্রস্তাব করে। খুব্বি রোমানটিক একটা গান... আমি বাংলায় এটার অনুবাদ করলাম...অনুবাদ-কাব্যে আমার প্রথম প্রবেশ...[এটা আমি মাত্রাবৃত্ত মুক্তকে করেছি]
হিস্পানি:Amor...si me llamas amor
si me dejas amarte, mi bien...yo te voy a adorar.
Las estrellas nos veron asombradas
la noche y el dia seron en llamaradas

ইংরেজি অনুবাদ:
Love, if you call me love
If you let me love you, my well... i will adore you.
The stars will look at us, amazed.
The night and the day will be flared-up.

আমার বাংলায় অনুবাদঃ
অয়ি মোর প্রিয়তমা!
যদি মোরে ডাক কাছে
হে আমার অনুপমা!
যদিবা আমারে
দাও তোমা ভালবাসিবারে,
ভালবেসে দেব ভরে।
পাবে না পাবে না সেই প্রেমের উপমা।
হে আমার প্রিয়তমা!

আকাশের তারকারা তাকাবে চোখ উপাড়ি,
মনে হবে বুঝি ওরা হয়েছে অবাক ভারি।
দিবস-রজনী জেনো বিভাস হইবে হেন
ভালবাসা হেরি,
যদি তুমি কাছে ডাক,
ওহে অয়ি সুন্দরী!

গুলশান,ঢাকা
২১ জুলাই ২০০৮
গানটা শুনুন এখানে... এটা reproduced আর অন্য একজনের গাওয়া...

Thursday, July 17, 2008

হৃদি নিরুদ্দেশ

ভোরে ঘুম থেকে উঠলাম মুয়াযযিনের আযানে। উঠেই দেখি বাইরে ঝু...উ...উ...উ...ম বৃষ্টি। মনটাই উদাস হয়ে গেল। নামায পড়লাম। বৃষ্টি পড়ছে তো পড়ছেই... একটানা সুরে। ঢাকা শহরের বাসার ছাদে বসে ঝুম বৃষ্টির গান শোনায় তেমন মজা নাই... খালি মনে হচ্ছিল পল্লী গাঁয়ের কথা... ছোটকালে কি মজাটাই না করতাম... বৃষ্টি শুরু হলেই দিতাম দৌড়... বৃষ্টিতে ভিজে, আমাদের পুষ্করিণীতে গোসল করে যখন বাড়িতে ফিরতাম, আম্মার কি যে বকুনিটা খেতাম... আহা! সেসব কিছুই এখন আর নাই... এসব ভাবতে ভাবতে একটা কবিতা লিখে ফেললাম...


এই কবিতাটা স্বরবৃত্ত ছন্দে লেখা... এই ছন্দে পর্বগুলো সাধারণত ৪ মাত্রার করে হয়... তবে পংক্তির পর্ববিন্যাস অসমপর্বিক আর এটিতে অতিপর্বের ব্যবহার লক্ষণীয়... কবিতাটা এখানে তুলে দিলাম।






হৃদি নিরুদ্দেশ

জাহিদ মাসুদ

আজি হৃদয় আমার হৃদির মাঝে নাই।
হৃৎপাখিটা খাঁচার শিকল ভেঙ্গে গেল কই?
হেথায় খুঁজি হোথায় খুঁজে মরি,
তন্ন তন্ন মনপিঁজরে ঘুরি।
কই তাহার দেখা নাই।
তোরা কেউ কি আছিস, কইতে পারিস ভাই,
কোথায় গেলে কী করিলে খোঁজটি তাহার পাই?
কোন পাথারে হায়রে তারে যাচি?
ঘুরছে সে যে কোথায় নাচি নাচি।
আজি মুখর আষাঢ়, আকাশ ভেঙে পড়ে।
পুকুর-ডোবা, সাগর-নদী গগণ-জলে ভরে।
দিবারাত্রি দুপুর-সকাল
ঝুমুর ঝুমুর কাহারবা তাল।
এই সুরের তালে মিষ্টি লয়ে বিষ্টি বাজায় গান।
আমি জানলা-পাশে রইছি ব'সে, শুনছি সে সুর-তান।
কিন্তু আহা! মনটা কাহাঁ হারিয়ে গেলো মোর?
আজ ঘরের কোনায় রইতে বোধ'য় চায় না পরাণ ওর।
বুঝি তাই সে আজি খাঁচা ছাড়ি বেড়ায় চষি দেশ,
মেঘের সঙ্গী হয়ে রঙ্গি চলে ভঙ্গি তাহার বেশ।
সে আজ বাদলা দিনের রূপের খোঁজে চলছে নিরুদ্দেশ।

১৬ জুলাই, ২০০৮
বুধবার, ধানমন্ডি


মধুর তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ...
জাহিদ

Saturday, July 5, 2008

A rainy post

Goto 4-5 din dhore khali bristi hochchhe Dhakay. Ei je aj-gotokal weekend katalam, basa theke ber howa i holo na temon. Saradin shudhu bristi. Sawan barse tarse dil...

Saradin basay bose janalar grill dhore shudhu borshar rimjhim shobdo shono... uh! ki je romantic!! ar tar sathe jodi shona jay rabindranath er kaljoyi borshar gaan...

এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরিষায়
এমন দিনে মন খোলা যায়
এমন মেঘস্বরে বাদল ঝরোঝরে
তপনহীন প্রাণ তমসায়।

kingba ...

আজি ঝরোঝরো মুখর বাদর দিনে
জানিনে, জানিনে
কিছুতে কেন যে মন লাগে না।

Kingba Hemanta Mukherjee er kaljoyi...

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।

borshar rimjhim shobder mohe eshob gaan shunle pran utola na hoye pare?

amar bari Rangpur e phone korlam... jigges korlam bhaloi to bristi hochchhe mone hoy okhane, na?
bollo, na! bristi to hochchhe na! rod e bhorpur.
ami obak holaam. Dhakay saradin bristi, 4-5 din dhore bristi.. obiram, othocho okhane 2 din dhore rod! ki contrast!

obosso ami jokhon office e thaki, tokhon bujhte pari na -baire bristi hochchhe kina :(
office emnite AC, tar upor natural light nei...
tobe lunch er somoy bristi te bhije Del Vistay [Del Vista te amadere ekta cafetaria achhe] jete khubbi moja.. ami ar Monir [amar colleague ebong friend] prottekdin jai..eksathe... khub bhallage :)

ami obosso er majhe ekta kobita likhe phellam. kobitata matrabritto muktok chhonde lekha- mul porbo 8 matrar, chorone matra binyas 8, 8+7, 8+3. ei muktok chhonder abiskarok Rabindranath Tagore. ei chhondota okkhorbritto o swarabritto te o cholte pare. osadharon ek chhondo... my favourite chhondo. kobitata post korlam ekhane... sobaike onurodh : leave comments, please. It'll inspire me more than you know.


বাহিরেতে বারিধারা
-জাহিদ মাসুদ


বরিষণ মুখরিত আজিকার প্রভাতে
নিভৃতচারী এ মন তফাতে
ভাবে কারে, কে সে জন,
কাছে কারে ডাকে মন,
গৃহকোণে বসে বসে কবিতার সভাতে।
বাহিরেতে রিমিঝিমি বারিধারা ঝরিছে।

গগণে ঘনিছে মেঘ
শহরে জাগিছে লোক
আমি কেন একা জেগে
ভেজা রাত সারা করে
এখনো ভাবিছি তারে কবিতার চরণে?

সুবহে সাদিক গেলো,
পাখি ডাকা শেষ হলো।
আমি তবু বসে বসে
কাগজে কলম চষে
লিখে চলি তারে ভেবে বরষার সকাশে।

সে কি জানে, জানে কি সে,
কিসে এ পরাণ হাসে;
কী করিলে এ জীবন পূর্ণতা পায়?
কী বাসনা পুরো হলে,
কোন জনে কাছে পেলে,
ভরো ভরো বরিষণ ভাবে ভরে যায়?

হায় হায়! সে তা জানে!
জানে সে কী চাহে প্রাণে।
তবুও সে খেলাছলে দূরে বসে রহিছে।
আমারে সে কাছে ডেকে
মিছে আশা দিয়ে শেষে
অমিত যাতনা দিয়ে দূরে ঠেলে দিয়েছে।
মিলন-আশার সব দীপ নিভে গিয়েছে।

তবু কেন ভাবি তারে?
বাহিরে শ্রাবণ ঝরে।
কে জানে যে সে কারণ, আমি নাহি জানি সে।
বাহিরেতে রিমিঝিমি বারিধারা ঝরিছে।


Be inspiring
Jahid

Friday, May 30, 2008

Back with a poem

Back here! Onekdin por abar blog likhte boslam... Besh koyek soptaho dhore amar monta bhalo nei [karonta na hoy nai ba bollam :)], tai likhte cheyeo lekha hoy nai :) Tobe goto koyekdin dhore besh koyekta movie dekhe ar golper boi pore monta ektu halka korar chesta korlam... mone hoy kaj hochchhe ...

Je movie gulo dekhlam :

1. Lord of the Rings trilogy

[Actually I became a great fan of JRR Tolkien, the great writer. I like so much his great works on the Middle-Earth, a continent of Arda, a fictitious world in a fictitious universe! I have a hardcopy of his book The Lord of the Rings; I planned to read it and other works of Tolkien like The Hobbit, The Silmarillion, The History of the Middle-Earth and last but not the least The Atlas of the Middle-Earth by the famous cartographer Karen Wynn Fonstad, to realize the events more illustratively. I'm also learning the artificial language created by Tolkien for his fictitious world like Quenya and Sindarin.




[The 9 members of the Fellowship of the Ring, from upper left clockwise - Aragorn, Gandalf, Legolas, Boromir, Gimli, Pippin, Merry, Frodo and Sam. Finally the fellowship breaks into only two members - Frodo and Sam.]

The live-action movies are directed by Peter Jackson with the help of the New Zealand government. The breathetaking places where they were shot are in the great lands of New Zealand... I wish I could have visited there one day. The protagonists are Elijah Wood(Frodo Baggins, a hobbit), Viggo Mortensen (Aragorn, son of Arathorn, the in-exile heir to the throne of Gondor, a man), Liv Tyler (Arwen Undómiel, an Elf, daughter of Elrond, in love with Aragorn), Orlando Bloom (Legolas, an Elf), Ian McKellan (Gandalf, the wizard) and the antagonist Christopher Lee (Saruman). I love the theme song "May it be" by Enya.]

2. সাগরিকা (Sagarika)

[This is 1956 Bengali film of Kolkata, performed by the legendary উত্তম কুমার (Uttam Kumar) and সুচিত্রা সেন (Suchitra Sen). I am too fond of this couple to express in words. I nearly saw all the movies of the them. These movies are 40-50 years old but they really passed the test of time and went classics.]

3. Pirates of the Caribbean

[I've heard so much of these films, but never had the opportunity to watch them. I am really impressed watching the first one - The curse of the Black Pearl - no wonder it went blockbuster. The story is based on the Walt Disney theme park Pirates of The Caribbean. Protagonsits are - Johnny Depp, Orlando Bloom and Keira Knightely. By the way, in her real life Keira Knightley had a Dyslexia in her early life, it's the disease Ishaan Nandakishore Awasthi has in the Hindi film Taare Zameen Par (तारे ज़मीन पर, Stars on Earth). Now i'm watching the rest 2 sequels of this trilogy. Hope I'll enjoy them too.]

Ar je boita porlam, seta hocche none but the great শেষের কবিতা (Shesher Kabita) by Rabindranath Tagore. I loved it so much ... but the end is a tragic one(milonattok noy, biyogantok). Age onekbar porte chaisilam, kintu pora hoye i othenai.[To download a copy of it (PDF) click here. I'm afraid you have to sign up there first.]

And I wrote a poem without a name. I post it here for you ... [I'm afraid it's got a sad tone :(]

জানিনে কভু কি ছিনু তব আপনার।
আজি এ ধরাতে তুমি-আমি বুঝি পর।
চোখে বারি, মনে দুখ-
যদিবা এরূপে হয়, হোক তব সুখ;
আপনার হয় হোক
মলিন-বিধুর মুখ।
মনে মেনে নেব মোর হোতোই খালি এ বুক।

Pray for me
Jahid

Friday, May 9, 2008

Anyway, here I start BLOGGING...

This is me. The famous Somapura Vihara in Natore is in the background.

I am Jahid Hussain Masud. My near and dear ones and people who know me call me Jahid. I finished my graduation in June, 2007. Now working at Grameenphone Ltd., the leading mobile telecommunication operator of Bangladesh and a concern of Telenor ASA. I design the air interface of the GSM network as my job here.

I am bestowed with so many friends. I enjoy their company so much. I have close contact with all my best friends from school (2 schools), college and university. And here at my work I've found many a friend.

One of my friends [He is none but our dear Faysal. He is now in South Korea. He keeps blogging. I always enjoy his blogs very much.] asked me... why aren't you starting blogging... he tried to persuade me to write bolgs... but I didn't pay heed...

But at last I'm succumbed to blog...
So, let's see if I can continue writing...

Read me
Jahid