Sunday, August 3, 2008

বন্ধুযাচ্ঞা

আজ আগস্ট মাসের প্রথম রোববার। আজ বন্ধু দিবস।

আজ আমি আমার সব বন্ধুকে শুভেচ্ছা জানাব। আমি জানাব যে তাদের পেয়ে আমি কতটা আনন্দিত, কতটা সুখী, কতটা পূর্ণ! আমি আমার এই পঁচিশ বছরের জীবনে অনেক অনেক বন্ধু পেয়েছি... ছোটবেলায়, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, চাকুরি-ক্ষেত্রে... সব সব জায়গায় আমি অনেক অনেক বন্ধু পেয়েছি... কেউ খুব্বি ক্লোজ়, কেউ বা অল্প, কেউ বা বেশি, কারও সাথে মাত্র কয়েক দিনের পরিচয়... কিন্তু সবাই আমার বন্ধু।আমি তাদের কী যে মিস করি বোলে বোঝানো অসম্ভব। আর আমি এও জানি বন্ধুদের সম্পর্কে আমার এ অনুভূতি শুধু আমার একার নয়, সবারি একই অবস্থা... এ অনুভুতি চিরন্তন, সার্বজনীন। আমার বন্ধুদের মধ্যে কেউ বা আজ দেশে, কেউ বা বিদেশে... অনেকের সাথে যোগাযোগ আছে ... কারো কারো সাথে নেই... আজ তাদের সবার স্মরণে এই কবিতা...

[কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চরণে পর্বের সঙ্খ্যা ৪। শেষ পর্ব অপূর্ণ। মাত্রাবিন্যাস ৬+৬+৬+২। এটাকে অনেকে ৬+৬+৮ মাত্রার ত্রিপদী ও বলে থাকেন।]




বন্ধুযাচ্ঞাজাহিদ মাসুদ


ঘুমের অঘোরে স্বপ্নের লোকে একরাতে আছি শুয়ে,
দেখছি আমার পায়ের তলার মাটিসব গেছে সরে।
চারিধারে মোর আঁধারের ঘোর শ্বাপদ ঘুরিছে দূরে,
পায়ের নিচেতে তাকালাম যবে ভয়ে প্রাণ গেল উড়ে।
সেথা গনগন জ্বলিছে আগুন, আমি খাড়া তারি 'পরে।
বাঁচানোর কেউ আছে কি, আমার পদতল গেছে সরে।
ভাবিলাম আমি এইবার বুঝি আর হবে না ক' বাঁচা;
জগতে আমার ঠাঁই নাই, আমি নিচে পড়ে যাব মারা।

এমনি করুণ দশাতে যখন, বাঁচার আশা সে দূর,
কারা কারা এসে হাতে হাত বেঁধে মাটিতে হয়ে উপুড়-
অনেক কষ্টে প্রাণ বাজি রেখে আমারে তুলিল টানি।
মৃতলোক হতে জীবনের লোকে কে ফিরালো নাহি জানি।
উপরে উঠিয়া জ্ঞান ফিরে পেয়ে দেখে হনু বাকহারা!
আমারে ঘেরিয়া আর কেউ নয়, বন্ধুরা মোর খাড়া।
হাত ধরে মোরে তুলে নিয়ে ঘাড়ে চলিল তাহারা সবে।
জগতের আলো ভাবিনি দেখিব ফের ফিরি এই ভবে।
ভাবতেছি আমি যেতে যেতে পথে- ধন্য ভাগ্য মম,
জীবনের পথে চলতে পেয়েছি বন্ধু অকৃত্রিম।
সুসময়ে কাছে অনেক ছিল সে বন্ধুর আনাগোনা।
অসময়ে তারা বাঁচিয়ে আমারে ঋণী করে দিল আমা!

স্বপ্নীল ঘুম ভাঙল হঠাৎ প্রভাত-পাখির রবে;
সম্বিৎ ফিরে চেয়ে দেখি ভোর, রাত কেটে গেছে সবে।
হাত-মুখ ধুয়ে প্রার্থনা সেরে ঈশ্বরপানে যাচি,
"এমন বন্ধু করো মোরে দান, 'বন্ধু দিবস' আজি।"


ধানমন্ডি
৩ আগস্ট ২০০৮
(বন্ধু দিবস)


শুভ হোক বন্ধু দিবস!
জাহিদ