Saturday, November 29, 2014

মধুচন্দ্রিমা

মধুচন্দ্রিমা
-জাহিদ আকোন

আজআকাশ ভরেছে পূর্ণিমায়।
পৃথিবী সেজেছে চন্দ্রিমায়।
গোলাপ-চাঁপারা হাতছানি দিয়ে
ডাকছে কী মৃদু ভঙ্গিমায়!
আরমনটা আমার মেতেছে রে আজ
সে চাঁদমুখের মধুরিমায়।
এইস্রোতস্বিনী নদীতে আজ কী ঢেউ জাগে!
ওইকাশফুলেদের পাড়ায় রে আজ কী সুর লাগে!
মৃদুমন্দ বাতাসরা বয়,
কানে কানে কী কথা কয়!
এই মধুক্ষণ তোমার কাছে আমার কাছে
ক্ষণে ক্ষণে কী আজ মাগে!
আজভুলব বিরহব্যথা।
পূরব মিলনগাথা।
আমিআকাশে বাতাসে রাষ্ট্রিব আজ
'ভালোবাসি ভালোবাসি' - এ কথা।


রাজশাহী
৭ নভে. ২০১৪

Sunday, November 23, 2014

অপেক্ষা

অপেক্ষা
-জাহিদ আকোন

অপেক্ষার কী তবে শেষ হল!
জীবনের এতটা পথ পাড়ি দিয়ে অবশেষে
অপেক্ষার যন্ত্রণা কী ছুটি নিল!

ছোটবেলায় যখন খালা-মামাদের বিয়ে দেখেছি,
ভেবেছি- মানুষ বিয়ে কেন করে!
মাকে জিজ্ঞেসও করেছি -
'কেন করে মা, মানুষ বিয়ে?'
জবাব এসেছে - 'এটাই নিয়ম, বাবা।
সবাইকে একদিন বিয়ে করতে হয়।'
উত্তরে ঠিক খুশি হতে পারিনি সেদিন,
কিন্তু অবাক হয়ে ভেবেছি -
'আমাকেও বিয়ে করতে হবে কোনোদিন!'
অবেচতন অপেক্ষার সেই হয়ত শুরু।

আজ যৌবনের ভরা জোয়ারে
সেই অপেক্ষা কী তবে ছাড়া পেল!

স্কুলের হাসি খেলার দিনগুলোতে
দেখেছি কলেজ-বিশ্ববিদ্যালয়-পড়ুয়া
পাড়াত-থানাত ভাইবোনেদের প্রেম।
কত যে টিপ্পনি কেটেছি তাদের বাঁধভাঙা প্রেম দেখে -
বন্ধু-বান্ধবে মিলে গুজব করেছি
কার সাথে কার প্রেম হল কার ভাঙল সেই সব নিয়ে।
কিছু তার গড়িয়েছে পরিণয়ে, কিছু ছাড়াছাড়ি।
তাদের হাসিতে হেসেছি, দুঃখে কেঁদেছি
আর মনে উঁকি দিয়েছে একটাই ভাবনা -
এদের মত আমারও কী একদিন প্রেম হবে!
সেই প্রেম থেকে বিয়ে!
অপেক্ষার সচেতনতার সেখানেই শুরু কিনা জানিনা।

দিন যায় মাস যায়, চলে আসে আগুনের দিন।
উচ্চশিক্ষা কেড়ে নেয় ছোটবেলার সেইসব
আনন্দমাখা বাবা-মার আদরভরা ছোট ছোট দিন।
কলেজ-বিশ্ববিদ্যালয়ের কঠিন দিনগুলোতেও
দেখেছি কত শত প্রেম আর ভালবাসা।
ক্লাসের ছেলেতে-মেয়েতে প্রেম মানেই ছিল
দুজনের চরম ভাল অ্যাকাডেমিক ফলাফল!
বন্ধুদের ভালবাসার কত শত ঘটনা
সাক্ষী যে করে নিল এই আমাকে।
কিন্তু আমার অপেক্ষা বুঝি এইবারে কথা কয়ে ওঠে,
মনে হতে থাকে -  কবে আসবে সেদিন!
যেদিন আমি দেখা পাব তার
যার প্রেমে মিটে যাবে একাকী জীবন!

ভার্সিটি জীবনের হুহু করা বুক ফাটা
অপেক্ষার মরা ডালে তবে কী আজ ফুল ফুটল!

চাকুরি জীবনের শুরু হল।
সবাই একে একে ঢুকে গেল যার যার চাকুরিতে।
আর চারিদিকে শুরু হয়ে গেল বিয়ের মহাধুমধাম।
প্রত্যেক মাসে কতটা যে বিয়ের দাওয়াত পেতাম!
সবগুলোতেই গিয়েছি, মজা করেছি কত!
বিয়ের স্টেজে কত কত ছবি তুলেছি -
ফেসবুকে কত শত অ্যালবামের কুশীলব হয়েছি!
বাইরে আমার দেখেছে তো সবে আনন্দের অমলিন ধারা।
ভিতরে ঝরেছে অপেক্ষার খুন - দেখেনি তা তারা!
আজ যেন আমি তাই আনন্দে আত্মহারা -
অপেক্ষার খুনরাঙা পথ আজ ফুলে ফুলে ভরা।

তবে এটা সত্যি -
আজকালকার বাঁধভাঙা প্রেম আমি চাইনি।
আমি চেয়েছি একজন প্রেমময় জীবনসঙ্গী।
বছরের পর বছর টানা প্রেম করে যাওয়া
আমার কাম্য ছিল না -
আমি চেয়েছি এমন একজন মায়াবতী
যাকে আমি আপনার করে পাব
পূর্ণ অধিকারে -
সীমিত অধিকার আমি চাইনি কখনো।
আমি এমন একজনকে চেয়েছি
যাকে দেখলে হৃদয়ের সব প্রেম ফুল হয়ে ফোটে।
আমি এমন একজনকে চেয়েছি
যাকে দেখলে বিধাতার কথা মনে পড়ে।

তাই হয়ত আমার অপেক্ষার পালে
হাওয়া লাগেনি এতদিন
তোমাকে পাব বলে আপন করে
পূর্ণ অধিকারে।

অবশেষে -
বিধাতা আমার দিকে চোখ তুলে তাকাল।
আর আমার অপেক্ষার যুগ এভাবেই শেষ হল।

রাজশাহী
৫ নভে. ২০১৪