Tuesday, August 26, 2014

Mettypukre মানে মিঠাপুকুর!

আমাদের রংপুর জেলার "মিঠাপুকুর"কে (আধুনিক রোমানীকরণ Mithapukur) লেখা হয়েছিল "Mettypukre" [IPA: ˈmɛtɪˌpʊkɚ] (মেটিপুকার) ১৭৭৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সারভেয়ার-জেনারেল জেমস রেনেলের (James Rennell) করা বাংলা-বিহারের মানচিত্রে।

ব্রিটিশরা আমাদের পূর্বপুরুষদের মুখে উচ্চারণ শুনে ইংরেজিতে তাদের মত করে বানান করত। যেমন ঢাকাকে লেখা হয়েছিল Dacca [ˈdækə] (ড্যাকা) , কলকাতাকে Calcutta [kəlˈkʌtə] (কালকাটা), রাজশাহীকে Raujeshy [ˈɹɔːd͡ʒəʃɑɪ] (রোজাশাই), ব্রহ্মপুত্রকে Burrampooter [ˌbʌɹəmˈpuːtɚ] (বারাম্পূটার), রংপুরকে Rungpour [ˌɹʌŋˈpɔː] (রাংপোর), মেদিনীপুরকে Midnapour [ˌmɪdnəˈpɔː] (মিডনাপোর) ইত্যাদি।

মিঠাপুকুরের কাছাকাছি এলাকার মধ্যে আরো আছে কাউনিয়া Cownyah, নবাবগঞ্জ Nabobgunge, লালবাগ Lolbeg, জোত দিলাল Judelell, রহমতপুর Rammatpour, কালিগঞ্জ Calleygunge, করতোয়া নদী Curtyah R., জালালগঞ্জ Jalalgunge. বড় দরগা-এর বানানটা সেই দরের - Burra Dirgah মনে হচ্ছে খাঁটি ইংরেজি শব্দ, উচ্চারণ [ˌbʌɹə ˈdɜːgə], অনেকটা [বারা ডার্গা] :D :P আরেকটা দেখলাম - লালমনিরহাটের পাটগ্রামকে লিখেছে Patgong [ˌpætˈgɑŋ] প্যাটগং, গাঁও বা গ্রাম বা গা-কে ব্রিটিশরা সব সময় -gong লিখেছে, যেমন চট্টগ্রাম বা চাটগাঁ Chittagong [ˌt͡ʃɪtəˈgɑŋ] চিটাগং,নওগাঁ Nowgong [ˌnaʊˈgɑŋ] নাউগং ।


এটা এতো আগের মানচিত্র যেখানে সিরাজগঞ্জ-টাঙ্গাইলের মাঝের আজকের বিশাল যমুনা নদীর অস্তিত্ব নেই (!), বরং আছে ময়মনসিংহের পাশ দিয়ে বয়ে যাওয়া বিশাল ব্রহ্মপুত্র নদ, যা ২০০ বছর আগে হারিয়ে গিয়ে আজকের যমুনা তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকরা বলেন প্রায় ২০০ বছর আগে কয়েকটা ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করেছে।


শুধু ব্রহ্মপুত্রই নয়, মানচিত্রটি ভাল করে লক্ষ্য করলে দেখা যায়, উত্তরবঙ্গের তিস্তা নদীও তার গতিপথ পরিবর্তন করেছে। আগে এ নদীটি রংপুরের উত্তর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে পড়ত না, বরং জলপাইগুড়ি হয়ে দিনাজপুর শহরের কাছে এসে পুনর্ভবা আর আত্রাইয়ে ভাগ হয়ে গঙ্গায় (পদ্মায়) পতিত হত। এটাও কি সেই ভূমিকম্পের ফল? হয়ত বা!

দেখুন সেই মানচিত্র।

চিত্র: ১৭৭৬ সালের জেমস রেনেলের মানচিত্রের একাংশে মিঠাপুকুর Mettypukre!

No comments: