Saturday, November 29, 2014

মধুচন্দ্রিমা

মধুচন্দ্রিমা
-জাহিদ আকোন

আজআকাশ ভরেছে পূর্ণিমায়।
পৃথিবী সেজেছে চন্দ্রিমায়।
গোলাপ-চাঁপারা হাতছানি দিয়ে
ডাকছে কী মৃদু ভঙ্গিমায়!
আরমনটা আমার মেতেছে রে আজ
সে চাঁদমুখের মধুরিমায়।
এইস্রোতস্বিনী নদীতে আজ কী ঢেউ জাগে!
ওইকাশফুলেদের পাড়ায় রে আজ কী সুর লাগে!
মৃদুমন্দ বাতাসরা বয়,
কানে কানে কী কথা কয়!
এই মধুক্ষণ তোমার কাছে আমার কাছে
ক্ষণে ক্ষণে কী আজ মাগে!
আজভুলব বিরহব্যথা।
পূরব মিলনগাথা।
আমিআকাশে বাতাসে রাষ্ট্রিব আজ
'ভালোবাসি ভালোবাসি' - এ কথা।


রাজশাহী
৭ নভে. ২০১৪

No comments: