মধুচন্দ্রিমা
-জাহিদ আকোন
রাজশাহী
৭ নভে. ২০১৪
-জাহিদ আকোন
| আজ | আকাশ ভরেছে পূর্ণিমায়। | 
| পৃথিবী সেজেছে চন্দ্রিমায়। | |
| গোলাপ-চাঁপারা হাতছানি দিয়ে | |
| ডাকছে কী মৃদু ভঙ্গিমায়! | |
| আর | মনটা আমার মেতেছে রে আজ | 
| সে চাঁদমুখের মধুরিমায়। | |
| এই | স্রোতস্বিনী নদীতে আজ কী ঢেউ জাগে! | 
| ওই | কাশফুলেদের পাড়ায় রে আজ কী সুর লাগে! | 
| মৃদুমন্দ বাতাসরা বয়, | |
| কানে কানে কী কথা কয়! | |
| এই মধুক্ষণ তোমার কাছে আমার কাছে | |
| ক্ষণে ক্ষণে কী আজ মাগে! | |
| আজ | ভুলব বিরহব্যথা। | 
| পূরব মিলনগাথা। | |
| আমি | আকাশে বাতাসে রাষ্ট্রিব আজ | 
| 'ভালোবাসি ভালোবাসি' - এ কথা। | 
রাজশাহী
৭ নভে. ২০১৪
 
 
No comments:
Post a Comment